বছরের শেষ, এদিকে এক্সট্রা খরচা হয়ে গেছে। মুদ্রাস্ফিতিও লাগাম ছাড়া। এই অবস্থায় যদি একটা কোনো লোনের ব্যাবস্থা হতো, তবে আবার ঘুরে দাঁড়াতে পারতাম।
তবে, ব্যঙ্ক থেকে লোন করানো অনেক ঝক্কির ব্যাপার! কি করি ?
যদি আপনি মনে মনে এই রকম চিন্তা করছেন, তবে আপনি একদম ঠিক জায়গায় আছেন।
আজ আমরা আপনাকে জানাবো তিনটি শেরা ততখনাৎ লোন ( instant loan app ) প্রদানকারী app এর বিষয়ে। লোন পাবেন মাত্র দশ মিনিটে।
কিন্তু আপনার মনে রাখতে হবে :
- আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে।
- আপনার মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে ।
- প্যান কার্ড থাকতে হবে।
- স্মার্ট ফোন থাকতে হবে। (কারন app install করতে হবে)
কিন্তু তবুও আমরা নিজে প্রথমে যাচাই করে আপনার জন্য তিনটি অনবদ্য instant loan app খুঁজে বের করেছি।
আপনি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ঠকবেন না।
Paytm postpaid
তবে paytm এর postpaid এর বিষয়ে অনেকেই জানেন না।
Paytm নিজের ব্যবহারকারীদের ক্রয় ক্ষমতার ভিত্তিতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অনলাইন কেনাকাটা ও বিল পরিশোধ করার জন্য বরাদ্দ করে দেয়। এবং ব্যবহারকারী সেই টাকা অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই এক মাস অবধি ব্যবহার করতে পারবেন। এক রকম credit card এর মতো।
Credit card কি , কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।
ভাবছেন যে তাতে আমার কি ? আমার তো অ্যাকাউন্টে কোনো টাকা আসলো না। শুধু শুধু কেনাকাটা কেন করতে যাবো? তবে paytm এরই সঙ্গে আরও একটি সার্ভিস শুরু করেছে, আর সেটা হলো pay rent on credit cards ।
খুবই সহজ পদ্ধতি কিভাবে ব্যবহার করবেন দেখে নিন।
Step 1
Paytm app download করে নিন। download করতে এখানে ক্লিক করুনStep 2
Paytm app খুলুন ও sing up বা log in করে ফেলুন।
Step 3
Paytm postpaid এ ক্লিক করুন ও activate করে দিন।
Activate হয়ে গেলে আপনি অনলাইনে যে কোনো কেনাকাটা বা বিল পে করতে পারবেন, অতিরিক্ত চার্জ ছাড়াই কিন্তু এবার ?
Step 4
Paytm home এ চলে আসুন। এবং সার্চ করুন অথবা দেখুন pay rent অপশন আপনি দেখতে পাবেন। (ছবিতে দেখুন)এবার pay rent এ ক্লিক করুন। আর আপনার কাঙ্খিত upi I'd দিয়ে transactions করুন। তবে transportation final page এ আপনি paytm postpaid নির্বাচন করবেন।
Kreditbee
1000-200000 টাকা পর্যন্ত কোনো ঝঞ্ঝাট ছাড়া দশ মিনিটে 100% অনলাইন পদ্ধতিতে আপনি লোন পাবেন এখান থেকে। তবে যেহেতু পুরো প্রক্রিয়াটি অনলাইন ও ততখনাৎ তাই সুদের হার সাধারণত ব্যাঙ্কের থেকে একটু চড়া হয়।
কিভাবে আবেদন করবেন ?
Step 1
Play store থেকে kreditbee app আপনার smartphone এ download করতে হবে।
Step 2
কোড ব্যবহার করে DISCOUNT পেতে ভুলবেন না।
Step 3
Loan এর জন্য apply তে ক্লিক করুন ও আধার কার্ডের ও প্যান কার্ডের ছবি তুলে দিন । kreditbee আপনার credit history ও risk profiling করে আপনার লোনের বিবরন দেবে । ভালো করে দেখে নিয়ে তবেই প্রসেস করবেন।
Step 4
আপনার bank accounts দিন ও অনলাইন এগ্রিমেন্ট সই করুন। আপনার লোনের টাকা মোটামুটি 2-10 মিনিটের মধ্যেই আপনার অ্যাকাউন্টে চলে আসবে।
আর আপনি চাইলে সময়ের আগেই আপনার পুরো লোন রাশি শোধ করতে পারবেন, তবে আপনাকে তার জন্য কোনো ছাড় দেয়া হবে না। এবং লোন emi প্রতি মাসে 5 তারিখে দিতে হবে।
12% club
12% club এর বিষয়টা খুবই ইন্টারেস্টিং, আপনি টাকা রাখতেও পারেন এবং লোন ও নিতে পারেন। আপনাকে কোনো প্রসেসিং ফি বা অন্য কোনো ফি দিতে হবে না। আপনি কেবল আপনার লোন রাশির 12 শতাংশ হারে সুদ পরিশোধ করলেই চলবে। আর যদি আপনি টাকা রাখতেও চান তাও হবে। আপনি তখনও আপনার জমানো টাকার 12 শতাংশ হারে সুদ বা মুনাফা পাবেন।
নিয়ম খুবই সহজ, আগের App গুলোর মতোই।
আপনাকে 12% club এ ক্লিক করে অথবা play store থেকে 12% app download করতে হবে। তারপর signup করে নিয়ে প্যান কার্ড দিয়ে ভ্যারিফাই করে নিতে হবে
তার পর আপনার credit score এর উপর ভিত্তি করে আপনি লোন নিতে পারবেন মাত্র 12 শতাংশ বার্ষিক সুদের হারে।
এই তিনটি পদ্ধতি instant loan এর জন্য সেরা।