2024 সালে ভারতের শীর্ষ 10 সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা
আজ আমরা এই প্রতিবেদনে দেখবো ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা কারা?
সৌজন্যে : Google.com |
শাহরুখ খান বলিউডের সর্বোচ্চ আয়ের তারকা হিসেবে পরিচিত কিন্ত বাকিরা কে কি করছে আপনি নিশ্চয়ই জানেন না ? সমস্যা নেই নিচে দেখে নিন আপনার প্রিয় তারকা কে কোথায় আছে ?
বলিউড ভারতের ভিজ্যুয়াল মিডিয়া ইকোসিস্টেমের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে, কারন দেশের সবথেকে বড় দর্শক বর্তমানে হিন্দি-ভাষী দর্শক।
তাই বলিউড খুব সহজেই ভারতের বেশির ভাগ লোকের কাছে পৌঁছতে পারে। তাই আশ্চর্যের কিছু নেই যে, সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেতাদের তালিকায় বলিউড থেকে অনেকে থাকবে। কিন্ত আপনাদের এই জনপ্রিয় বিশ্বাসের বিপরীত, শীর্ষ 10 সর্বাধিক বেতনপ্রাপ্ত ভারতীয় অভিনেতাদের বেশিরভাগই দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পী।
শীর্ষ 10 সর্বাধিক পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেতা
এখানে শীর্ষ 10টি সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ভারতীয় অভিনেতার তালিকা দেওয়া হলো:
স্থান | অভিনেতার নাম | একটি সিনেমাতে কত টাকা নেয় (আনুমানিক) |
---|---|---|
1. | শাহরুখ খান | 150 - 250 কোটি |
2. | জোসেফ বিজয় | 130 - 250 কোটি |
3. | রজনীকান্ত | 115 - 270 কোটি |
4. | অজিত কুমার | 105 - 165 কোটি |
5. | আমির খান | 100 - 275 কোটি |
6. | প্রভাষ | 100 - 200 কোটি |
7. | কামাল হাসান | 100 -150 কোটি |
8. | সালমান খান | 100 - 150 কোটি |
9. | আল্লু অর্জুন | 100 - 125 কোটি |
10. | অক্ষয় কুমার | 60 - 145 কোটি |
তো এই ছিল শীর্ষ 10 সর্বাধিক পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেতার তালিকা।
আপনার কি পারিশ্রমিকের পরিমাণ একটু বেশিই মনে হচ্ছে ? নাকি আরো বেশি পারিশ্রমিক হওয়া উচিত ?
আপনার মতামত আমাদের কমেন্টে জানান। বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যদি ভালো লেগে থাকে।
তথ্যসূত্র: imdb.com ও forbesindia.com