ভারতের সকল প্রধানমন্ত্রীর নাম ও কার্যকাল | list of all indian prime minister and their tenure

এই তালিকাটি 15 আগস্ট 1947 সালে ভারতের স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত সকল প্রধানমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 ভারতের সকল প্রধানমন্ত্রীর নাম ও তাদের কার্যকাল

ভারতের প্রধানমন্ত্রীর তালিকা


ক্রমিক নংনামকার্যকাল
1জওহরলাল নেহেরু15 আগস্ট 1947 - 27 মে 1964
2লাল বাহাদুর শাস্ত্রী9 জুন 1964 - 11 জানুয়ারী 1966
3ইন্দিরা গান্ধী24 জানুয়ারী 1966 - 24 মার্চ 1977
4মোরারজি দেসাই24 মার্চ 1977 - 28 জুলাই 1979
5চৌধুরী চরণ সিং28 জুলাই 1979 - 14 জানুয়ারী 1980
6ইন্দিরা গান্ধী14 জানুয়ারী 1980 - 31 অক্টোবর 1984
7রাজীব গান্ধী31 অক্টোবর 1984 - 2 ডিসেম্বর 1989
8ভি. পি. সিং2 ডিসেম্বর 1989 - 10 নভেম্বর 1990
9চন্দ্র শেখর10 নভেম্বর 1990 - 21 জুন 1991
10পি. ভি. নরসিংহ রাও21 জুন 1991 - 16 মে 1996
11অটল বিহারী বাজপেয়ী16 মে 1996 - 1 জুন 1996
12এইচ. ডি. দেব গৌড়া1 জুন 1996 - 21 এপ্রিল 1997
13ইন্দ্র কুমার গুজরাল21 এপ্রিল 1997 - 19 মার্চ 1998
14অটল বিহারী বাজপেয়ী19 মার্চ 1998 - 22 মে 2004
15মনমোহন সিং22 মে 2004 - 26 মে 2014
16নরেন্দ্র মোদী26 মে 2014 - বর্তমান

দ্রষ্টব্য:

  • এই তালিকাটি 15 আগস্ট 1947 সালে ভারতের স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত সকল প্রধানমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
  • কার্যকালের তারিখগুলো উইকিপিডিয়ার তথ্য অনুসারে নেওয়া হয়েছে
  • 'বর্তমান' বলতে বোঝায় যে, নরেন্দ্র মোদী বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন