শিয়ালদহ সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো টাইম টেবিল ও নতুন ভারা | East West Metro corridor new time table and price chart

১৪ই জুলাই অর্থাৎ আজ থেকে জনসাধারণের জন্য চালু হচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশন। এখন থেকে শিয়ালদহ রেল স্টেশন থেকে নেমে সহজেই মেট্রো ধরতে পারবেন সাধারণ মানু


১৪ই জুলাই অর্থাৎ আজ থেকে জনসাধারণের জন্য চালু হচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশন। এখন থেকে শিয়ালদহ রেল স্টেশন থেকে নেমে সহজেই মেট্রো ধরতে পারবেন সাধারণ মানুষ। আর মেট্রোয়  করে চলে যেতে পারবে সেক্টর ফাইভে,  তাও মাত্র কুড়ি মিনিটের মধ্যে।

নতুন টাইম টেবিলও দেয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে।

প্রথম মেট্রো কখন ছাড়বে ? শেষ মেট্রোই বা কখন ছাড়বে ? কতক্ষণ অন্তর অন্তর চলবে মেট্রো ? 

সবই থাকছে আমাদের এই প্রতিবেদনে।  দেখে নিন চটপট।

আজ থেকে শিয়ালদহ সেক্টর ফাইভ যাওয়ার প্রথম মেট্রোরেল ছাড়বে সকাল ৬ঃ৫৫ মিনিটে।

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ যাওয়ার গাড়ি প্রথম ছাড়বে সকাল ৭:০০ মিনিটে। 

শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছারবে রাত 9:35pm মিনিটে।

অন্যদিকে সল্টলেক সেক্টর ফাইভ  থেকে শেষ মেট্রো ছাড়বে 9:40pm মিনিটে।

এতদিন ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে আধা ঘন্টা অন্তর অন্তর মেট্রো চলছিল। কিন্তু এখন থেকে মেট্রো চলবে কুড়ি মিনিট অন্তর অন্তর।

তবে দিনের ব্যস্ততম সময়ে ১৫ মিনিট অন্তর অন্তর মেট্রো চালানোর পরিকল্পনা চলছে।

সারাদিনে মোট ১০০টি মেট্রো চলবে এই রুটে। শিয়ালদা থেকে 50 টি এবং সেক্টর ফাইভ থেকে 50টি।

আপে পঞ্চাশ, ডাউনে পঞ্চাশ।

শিয়ালদহ থেকে টাইম-টেবিল

1.মূলত, সকাল ৬টা ৫৫ থেকে ৮টা ৫৫ পর্যন্ত শিয়ালদা থেকে কুড়ি মিনিট অন্তর মেট্রো ছাড়বে।

2. এরপরে ৮টা ৫৫ থেকে ১০টা ৫৫ পর্যন্ত ব্যবধান কমে হবে ১৫ মিনিট।

3. তারপর ১০ টা ৫৫ থেকে বিকেল ৪টে ৫৫ এই সময় ভিড় কম থাকায় ২০ মিনিট অন্তর চলবে মেট্রো।

4. বিকেলে আবার অফিস ফেরত ভিড় বাড়তে । ৪টে ৫৫ থেকে ৭টা ৫৫ পর্যন্ত ১৫ মিনিট অন্তর চলবে মেট্রো।

5. তারপর সন্ধে ৭টা ৫৫ থেকে রাত ৯টা ৩৫ পর্যন্ত মেট্রো চলবে ২০ মিনিট অন্তর অন্তর।

সল্টলেক সেক্টর ৫ থেকে টাইম-টেবিল

1. সকাল ৭টা থেকে ৯টা সল্টলেক সেক্টর ৫ থেকে ২০ মিনিট অন্তর অন্তর  মেট্রো চলবে।

2. সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলবে ১৫ মিনিট পর পর , কারণ এই সময় অফিসযাত্রীদের ভিড় বাড়ে।

3. তারপর ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত  সল্টলেক থেকে ২০ মিনিট অন্তর অন্তর মেট্রো চলবে।

4. বিকেল ৫টা থেকে রাত ৮টা অবধি ফের ১৫ মিনিট অন্তর চলবে মেট্রো।

5. রাত ৮টা থেকে রাত ৯টা ৪০ পর্যন্ত চলবে ২০ মিনিট অন্তর।

ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের নতুন ভাড়া

এরই সঙ্গে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের নতুন ভাড়া প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

নিচে মেট্রো কর্তৃপক্ষের প্রকাশিত রেট চার্ট দেওয়া হলো।


  • শিয়ালদহ থেকে ফুলবাগান ভাড়া ১০ টাকা
  • শিয়ালদহ থেকে সল্টলেক স্টেডিয়াম ভাড়া ১০ টাকা

  • শিয়ালদহ থেকে বেঙ্গল কেমিক্যাল ভাড়া ১০ টাকা

  • শিয়ালদহ থেকে সিটি সেন্টার ভাড়া ২০ টাকা

  • শিয়ালদহ থেকে সেন্ট্রাল পার্ক ভাড়া ২০ টাকা

  • শিয়ালদহ থেকে করুণাময়ী ভাড়া ২০ টাকা

  • শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ ভাড়া ২০ টাকা


শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের দূরত্ব ৯ কিমি। যেতে সময় লাগবে আনুমানিক ২০ মিনিট। 

একটি মন্তব্য পোস্ট করুন