Subscribe us to get new update notificatin free subscribe now

35 টি মজাদার বাংলা ফ্যাক্ট যা আপনাকে অবাক করবে।

আমাদের পৃথিবীতে অবাক করার মতো বিষয়ের কোনো কমতি নেই। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান মজার মজার সব ঘটনা ও তথ্য। এমন সব ফ্যাক্ট যা শুনলে আপনার চোখ কপালে উঠবে এটা নিশ্চয়ই।  এমনই 35 টি মজাদার আকর্ষণীয় বাংলা ফ্যাক্ট নিয়ে হাজির হলাম আজ আপনার সামনে। 

নিচে দেওয়া তথ্য গুলো পড়ুন ও অবাক হন।

চলুন জেনে নিন চটপট.



১. আপেল খেতে যতই সুস্বাদু হোক না কেন ? আপেল তো ৮৪ ভাগই জল দিয়ে তৈরি।

২. চিংড়ি শুধু পিছনের দিকে সাঁতার দিতে পারে।

৩. এক কাপ কফিতে ১০০-এরও বেশি রাসায়নিক পদার্থ আছে।

৪. এক ঘণ্টা চুইংগাম চাবালে শরীরে ৩০ ক্যালরি তাপ ক্ষয়।

৫. গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো যায় কিন্তু নিচে নামানো যায় না ।

৬. চোখ খোলা রেখে ব্যাঙ কোন কিছু গিলতে পারে না।

৭. যখন চাঁদ সরাসরি আপনার মাথার উপর থাকে,তখন আপনার ওজন সবচেয়ে কম হয়।

৮. জলের হাতি বা জলহস্তি জলের নিচে ৩০ মিনিট দম বন্ধ করে থাকতে পারে।

৯. ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়।

১০. মানুষের মতোই শিম্পাঞ্জিরাও হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে !

১১. আপনি কি জানেন, এক পাউন্ড বিশুদ্ধ তুলা থেকে ৩৩ হাজার মাইল লম্বা সুতা তৈরি সম্ভব !

১২. পৃথিবীতে  পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারেনা।

১৩. পিঁপড়ার ঘ্রাণশক্তি কুকুরের চেয়ে বেশী!

১৪. পৃথিবীতে যে পরিমান সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলেও হাঁটু পরিমান উচ্চতা হবে।

১৫. লিপস্টিক তৈরিতে  মাছের আঁশ খুব গুরুত্বপূর্ণ । কারন পৃথিবীতে যত লিপস্টিক আছে, তার বেশির ভাগই তৈরি হয় মাছের আঁশ দিয়ে।

১৬. প্রজাপতির ১২ হাজার চোখ আছে। 

১৭. আপনি যদি মনে করেন ফড়িংয়ের কান মোলে দেবেন, তাহলে আপনার  কিন্তু একটু সমস্যা হবে। কারণ ফড়িংয়ের কান থাকে
হাঁটুতে!

১৮. মাছ বলে কি সে মানুষ নয় ! হ্যাঁ মাছেরও কাশি হয়।

১৯. হাতির পাঁচ পা না থাকলেও মৌমাছির চোখ পাঁচটি।

২০. মশার দাঁত ৪৭ টি । কিন্তু মশা কামরায় তার সুর দিয়ে।

২১. শামুকের নাক চারটি তাই এক আধটা নাক কাটা গেলে শামুকের কিছু যায় আসে না। মজার ব্যাপার চারটে নাক থাকলেও  শামুক পা দিয়ে নি:শ্বাস নেয় । 

২২. শরীরের পেছন দিক দিয়েও নিঃশ্বাস নিতে পারে কচ্ছপ।

২৩. হাতি একমাত্র স্তন্যপায়ী, যারা লাফ দিতে পারে না।

২৪. মানুসের বয়স বাড়ার সাথে সাথে চোখের রঙ হালকা হয়ে যায়।

২৫. গড়ে একজন মানুষের চোখ বছরে ৪২ লাখ বার পলক ফেলে।

২৬. মানবদেহে সবচেয়ে দীর্ঘ জীবন্ত কোষ হলো মস্তিস্ক বা নিউরন ।

২৭. মানুসের হাতের নখ, পায়ের নখের চেয়ে চারগুন দ্রুত বাড়ে।

২৮. মানবদেহের মোট হাড়ের ২৫ শতাংশ পায়ে অবস্থিত!

২৯. আমাদের খাবারের প্রধান ও প্রথম উৎপাদনের জন্য আমাদের গাছের উপর নির্ভর করতে হয়। আমরা গাছ থেকে সহজেই খাবার পাই। কিন্তু আপনি জানেন কি এক কেজি খাবার তৈরি করতে গাছের প্রায় ১০০ কেজি বৃষ্টির জল খরচ করতে হয়। 

৩০. প্রতি মিনিটে যুক্তরাষ্ট্রে ৬ জন সতেরোতে পা দেয়।

৩১. গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার আগে মানুষ খালি চোখে আকাশে মাত্র
পাঁচটি গ্রহ দেখতে পেতো!

৩২. আপনি চোখ খুলে কখনোই হাঁচি দিতে পারবেন না।
বিশ্বাস না হলে এক্ষুণি চেষ্টা করে দেখতে পারেন।

৩৩. অক্টোপাস এক অদ্ভুত প্রাণী। গভীর সমুদ্রের নিবাসী  অক্টোপাসের সত্যিই অবাক করার মতো ফ্যাক্ট রয়েছে।

আপনি কি জানেন অক্টোপাসের দেহে তিনটি হৃদপিণ্ড আছে।

৩৪. আপনি কখনো আপনার কনুই কামড় দিতে পারবেন না । চেষ্টা করে দেখুন !

৩৫. এইমাত্র  যিনি পাকা কলা খেলেন, তার প্রতি মশার আকর্ষণ সবথেকে বেশী। কারণ, কলা খেলে আমাদের শরীরে ল্যাকটিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। আর ল্যাকটিক অ্যাসিড সহজেই মশাকে আকর্ষণ করতে পারে।

আমাদের facebook page ফলো করতে ভুলবেন না। বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যদি আপনার ভালো লেগে থাকে। আর যেকোনো নতুন পোস্ট বা আর্টিকেল এর ইমেইল নোটিফিকেশন পাওয়ার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর আপনার নাম ও ইমেইল দিয়ে সাবমিট করে দেবেন।

একটি মন্তব্য পোস্ট করুন