দাঁতের ব্যথা হলে কি করবেন ? (ঘরোয়া পদ্ধতি)

আর দাঁতের ব্যথা যাদের হয় তারা জানে দাঁতের ব্যথা কাকে বলে।

 কথায় আছে দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না।  আর দাঁতের ব্যথা যাদের হয় তারা জানে দাঁতের ব্যথা কাকে বলে। তাই আজ আমরা জানবো তীব্র দাঁতের ব্যাথা হলে কি করবেন এবং তার সঙ্গে কিছু 
হোমিওপ্যাথিক ঔষধ এর পরামর্শও রইল।  

দাঁতের তীব্র ব্যথা কেন হয় ?

  • দাঁতের মধ্যে কোন প্রকার গর্ত বা ক্যারিজ হলে।
  • ফিলিং করা দাঁতের ফিলিং খুলে গেলে।
  • কোন কারণে দাঁত ভেঙে গেলে।
  •  দাঁতের পালপ বা শাঁস কোন কারণে আক্রান্ত হলে।
  • মাড়ি ব্যথার কারণে ।
 দাঁতের মধ্যে তীব্র থেকে তীব্রতর ব্যথা অনুভব হতে পারে। 

ঠান্ডা অথবা গরম খাবার খাওয়ার ৩০ মিনিট পর্যন্ত যদি দাঁতের ব্যথা স্থায়ী হয়,তাহলে বুঝে নিতে হবে দাঁতের পালপ বা শ্বাস আক্রান্ত হয়েছে।

এ সময় স্নায়ু শান্ত হতে মোটামুটি ১২ ঘণ্টার মত সময় লাগে।ফলে ১২ ঘন্টার মধ্যে ব্যথা কমে যায়।যদি আবার ব্যথা শুরু হয় তাহলে বুঝতে হবে যে নষ্ট কোষ গুলো আবার সংক্রমিত হয়েছে  বা দাঁতের মাড়িতে পুঁজ তৈরি হয়েছে। 



দাঁতের ব্যথার আরো অনেক গুলো কারণ রয়েছে।

  • দাত ক্ষয় হয়ে যাওয়া।
  •  দাঁতের ফাঁকে কিছু খাদ্য কণা আটকে থাকা।
  • দাঁত আপসারণ পরবর্তী যত্ন না নিলে। 
  • মাড়ি ফুলে গেলে।
  •  দাঁতে বা মাড়িতে ইনজেকশন দিলেও অনেক সময় দাঁতের মাঝে ব্যথা অনুভব হতে পারে।

দাঁতের ব্যথার সবচেয়ে সাধারণ একটি কারণ হলো দাঁতের নিচে স্নায়ুর বা মাড়ির জ্বালা পুড়া করা।অধিকাংশ ক্ষেএেই দেখা যায় যে মাড়িতে জীবাণুর সংক্রমণের কারণে এ সমস্যা গুলো সৃষ্টি হয়।

দাঁতের ব্যথা হলে কি করবেন (ঘরোয়া পদ্ধতি)? 

১ গ্লাস কুসুম গরম জলে ১ টেবিল চামচ লবণ মিশিয়ে ১ মিনিট সময়  মুখের ভিতরে রেখে দিন। এভাবে দিনে ৩ বার করুন। আশা করা যায় আপনি অনেকটা উপকার পাবেন। 

কিছুটা লবন অল্প সরষের তেলের সাথে  অথবা লেবুর রসের সাথে পেস্ট বানিয়ে, মাড়িতে মালিশ করুন কয়েক মিনিট।এরপর অবশ্যই কুসুম গরম জল দিয়ে সুন্দর করে কুলি করে নিবেন।ব্যাকটেরিয়া ধ্বংস করতে এটা একটি কার্যকরী উপায়।

লবণে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টসেপ্টিক উপাদান রয়েছে। এটি মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করে ব্যাথা কমাতে সাহায্য করে।

ডেন্টিস্টের কাছে যাওয়ার আগে - ভরা পেটে একটি প্যারাসিটামল  ট্যাবলেট খাওয়া যেতে পারে।লবণ বা Colgate sensitive plus  দাঁতে মাজা যেতে পারে। এটি দাঁতের স্নায়ু শান্ত করে কিছু টা সময়ের জন্য হলেও দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে।

দাঁতের ফাকে জমে থাকা খাদ্য কণা সরিয়ে ব্যথা কমানোর জন্য গরম পানি দিয়ে কুল কচি করতে পারেন।বরফ কুচি কাপড়ে পেঁচিয়ে ব্যথা যুক্ত দাঁতে লাগিয়ে রাখলেও অনেকাংশে দাঁতের ব্যথা কমে যায়। 


বিঃদ্রঃ - দাঁতের ব্যথা হলে যত দ্রুত সম্ভব একজন ভালো দাঁতের ডাক্তারের পরামর্শ নিতে হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন