ইউরোপের শীর্ষ দশটি সবচেয়ে বিপজ্জনক শহর 2023
ইউরোপের সৌন্দর্যের বাইরের বাস্তবতা
ইউরোপের শীর্ষ দশটি সবচেয়ে বিপজ্জনক শহর -এ আমাদের আকর্ষণীয় ব্লগ সিরিজে স্বাগতম।
ইউরোপ মহাদেশের কথা চিন্তা করলেই আমাদের মাথায় আসে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন শহর ও অলিগলি। উচু উচু ইমারত, যানবাহন ও আধুনিক প্রযুক্তি। তবে এতো সবের মধ্যেই ইউরোপ মহাদেশের কিছু শহর আছে যা বিপজ্জনক শহর হিসেবে উল্লেখযোগ্য। এখানে আমরা ইউরোপের সবচেয়ে বিপজ্জনক দশটি শহরের তালিকা উপস্থাপন করেছি। চটপট দেখে নিন কোন কোন শহরের নাম আছে এই তালিকায় !
স্থান | শহর | দেশ | অপরাধমূলক সূচক |
---|---|---|---|
১ | বেলফাস্ট | নর্থ আয়ারল্যান্ড | ৫৮.৪ |
২ | মারসেইল | ফ্রান্স | ৫২.৪ |
৩ | স্টকহোম | সুইডেন | ৪৯.০ |
৪ | কিশিনাউ | মলদোভা | ৪৭.৪ |
৫ | রিগা | লাত্ভিয়া | ৪৬.৯ |
৬ | বুখারেস্ট | রোমানিয়া | ৪৬.৭ |
৭ | ওয়ারশ | পোল্যান্ড | ৪৬.৬ |
৮ | গ্লাসগো | স্কটল্যান্ড | ৪৬.৫ |
৯ | লিওন | ফ্রান্স | ৪৬.৪ |
১০ | ব্র্যাটিসলাভা | স্লোভাকিয়া | ৪৬.২ |
লেখাটি সম্পর্কে আপনার যে কোনও মতামত আমাদের কমেন্ট করে জানান। আপনার প্রতিটি মতামতই আমাদের কাছে মহামূল্যবান।
আর যদি মনে হয় লেখাটি অন্যদেরও উপকার করবে – তবে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।