এখানে আমরা কিছু কম্পিউটার ও তথ্য প্রযুক্তির সাধারণ প্রশ্ন উত্তর দিয়েছি। আগামীতে আরো যোগ করা হবে।
1. কম্পিউটার শব্দের অর্থ কি?
গননাকারী যন্ত্র।
2. কম্পিউটার আবিষ্কার করেন কে?
হাওয়ার্ড আইকেন।
3. আধুনিক কম্পিউটারের জনক কে?
চালর্স ব্যাবেস।
4. কম্পিউটার কত প্রকার?
৩ প্রকার
5. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?
রম (Rom)
6. কম্পিউটারে কোনটি নেই?
বুদ্ধি বিবেচনা নেই (ai এর আছে)
7. কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (cpu)
8. কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?
মাইক্রো প্রসেসর
9. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে? হার্ডওয়্যার ।
10. বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি একজনের নাম ?
বিল গেটস
11. কম্পিউটার বায়ােস (BIOS) কি?
বেসিক ইনপুট আউটপুট সিস্টেম (Basic Input-Output System)
12. কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বাের্ডকে কি বলে?
মাদারবাের্ড
13. কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ কি
হার্ডওয়্যার ও সফটওয়্যার
14. মাউস ক্লিক বলতে কি বুঝায়?
মাউসের বােতামে চাপা
15. কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে?
৩ ধরনের
16. পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলা হয়? প্রেজেনটেশন (.ppt)
17. কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরের ব্যবহৃত হয়।
পেনড্রাইভ
18. বাংলা লেখার কিছু সফটওয়্যার কোনটি?
বিজয় , অভ্র , বাংলা ওয়ার্ড
19. কমান্ড থাকে কোন মেনুতে থাকে?
মেইন মেনুতে
20. চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি?
কম্পিউটার 4004
21. প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়? কতসালে?
১৯৭৯ সালে।
22. কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার?
৪ প্রকার।
23. কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার হয় না?
দশমিক
24. কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়?
ন্যানাে সেকেন্ড
25. কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না? সফ্টওয়্যার
26. কোন কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয়?
তথ্য বা ডাটা।
27. কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে?
নির্দেশ অনুযায়ী
28. কম্পিউটার যন্ত্র কোন ভাষা বােঝে?
নিজস্ব ভাষা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ( যেমন html)
29. কম্পিউটারের আউটপুট যন্ত্র নয় কোনটি?
স্ক্যানার
30. সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কোনটি?
সুপার কম্পিউটার
31. শুরুতে কম্পিউটার দিয়ে কোন কাজটি করানাে হত?
গণনার কাজ।
32. মাইক্রো কম্পিউটারে সবকিছু একত্রে থাকাকে কি বলে?
লজিক বাের্ড
33. দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে কে?
মডেম
34. কম্পিউটার গণনার একক কোনটি?
বাইট
35. এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রােগ্রাম?
স্প্রেডশিট
36. বিশ্বের প্রথম কম্পিউটার প্রােগ্রামার কে?
লেডি অ্যাডা অগাষ্টা
37. পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রােগ্রাম?
মাল্টিমিডিয়া
38. কম্পিউটারের কাজের গতি কি দ্বিরা প্রকাশ করে?
ন্যানাে সেকেন্ড।
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সম্পর্কে সাধারণ প্রশ্ন উত্তর সম্পর্কে আপনার অনুভূতি আমাদের কমেন্টে জানান?
আপনার ইনবক্সে প্রতিদিনের নতুন নতুন বিষয়ে বিস্তারিত তথ্য মজাদার ফ্যাক্ট ও আরো অজানা তথ্য একেবারে বিনামূল্যে পেতে আমাদের বিনামূল্যের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন ।