how to remove footer credit in blogger in bengali | ফ্রি ব্লগার থিম

আপনি কি আপনার free blogger templates থেকে footer credit  পরিবর্তন করতে চান ? 

আপনি নিজে নিজে অনেকবার চেষ্টা করেছেন HTML এডিট করেও দেখেছেন,  কিন্তু HTML থেকে এডিট করলে আপনার ওয়েবসাইট সঠিকভাবে কাজ করছে না।  অন্য কোনো  ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। তাই তো ?
এই সমস্যার সমাধানে আমরা আজ এখানে দেখাবো কিভাবে, অত্যন্ত সহজেই আপনি আপনার ব্লগ থেকে ফুটার ক্রেডিট পরিবর্তন করতে পারবেন।  তাও কোনরকম রিডাইরেক্ট ও টাকা  ছাড়া।
কিন্তু কোন theme বা template এর footer পরিবর্তন করা মানে, আপনি সেই মানুষটির সঠিক মূল্য দিচ্ছেন না যে আপনাকে এত সুন্দর একটি Theme বা Templates উপহার দিয়েছেন। 
তাই আমাদের পরামর্শ,  আপনি  premium theme বা templates ব্যবহার করুন। 





তবে ফুটার ক্রেডিট কিভাবে পরিবর্তন করতে হয় সেটা শেখার জন্য আমরা অবশ্যই দেখাতে পারি।

 স্টেপ গুলো পর পর অনুসরণ  করুন‌

Step 1

প্রথমে আপনি যেকোন ব্রাউজার ব্যবহার করে ব্লগারে লগ-ইন করে নিন।

Step 2 

মেনু থেকে থিম অপশনটি বেছে নিন। (নিচের ছবিতে দেখুন )



Step 3

Edit html এ ক্লিক করুন 


Step 4 

HTML থেকে খুব সাবধানে 'copyright-area' খুঁজে বের করুন । মনে রাখবেন  coding  যদি সঠিক জানা না থাকে তবে অন্য কোনো কিছু পরিবর্তন করবেন না। আর যদি সম্ভব হয় আপনার templates এর একটি কপি রাখুন। যদি কোনো ভুল করে ফেলেন, আবার restore করতে পারবেন। 

 Step 5 

</b:section>
    <div class='copyright-area'>Designed with <i aria-hidden='true' class='fa fa-heart' style='color: red;margin:0 2px;'/> by <a href='http://www.way2themes.com/' id='mycontent' rel='dofollow' title='Way2Themes'> blogger </a> | Distributed by <a href='https://gooyaabitemplates.com/' rel='dofollow' style='color:#0be6af;' target='_blank' title='Gooyaabi'>Gooyaabi</a>
    </div>

এইখানে আপনাকে শুধু দুইটি কাজ করতে হবে । দেখুন <div class='copyright-area'>Designed with <i........ আছে।
আপনি<div class='copyright-area' style='opacity 0' >করে দেবেন। মানে style='opacity 0' যোগ করবেন।  আর  rel='dofollow' কেটে  rel='nofollow' করে দেবেন।

Step 6

target='_blank' title='Gooyaabi'>Gooyaabi</a>

    </div> এর পর আরো একটা কাজ আপনাকে করতে হবে। নিচে দেওয়া code কপি করুন, ও পেস্ট  করুন।

</div>
  &#169;&#65039;2020-2022 All Rights Reserved by <a href='https://fanfact.in/' rel='dofollow' style='color:#b92b27;' target='_blank' title='fanfact'>Fanfact.in</a> 

পেস্ট করার পর

  • এখানে কালো রঙের code পরিবর্তন করে যা লিখবেন তাই show করবে। মানে দর্শক দেখতে পাবেন।
  •  color:#b92b27 পরিবর্তন করে আপনি আপনার পছন্দমতো colour code ব্যবহার করতে পারেন।
  •  একদম ওপরে 2020-2022 all Right Reserved by পরিবর্তন করে আপনার সাল দিতে পারেন।
  • এবং সবশেষে >Fanfact.in< পরিবর্তন করে আপনার সাইটের নাম দিতে পারেন।
ব্যাস এইবার save করুন। আর বেরিয়ে আসুন। আপনার সাইট চেক-ইন করে দেখুন। আপনার নতুন footer credit তৈরি । 

Disclaimer আমরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কে কোনো blogger templates বা theme এর footer credit পরিবর্তন করতে পরামর্শ, উৎসাহ, বা অনুরোধ করছি না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান blogger templates বা theme এর footer credit পরিবর্তন করার দায় fanfact.in বা তার কর্মীর নয়। এই আর্টিকেলটি পুরোপুরি শিক্ষার জন্য তৈরী করা কোনো অনৈতিক কাজ করতে কাউকে উৎসাহ করার উদ্দেশ্য fanfact.in এর নেই।



কোনো রকমের অসুবিধা হলে অবশ্যই নির্দ্বিধায় কমেন্টস করতে ভুলবেন না।আপনার মতামত জানতে আমরা আগ্রহী তাই একটি মন্তব্য করুন, যাতে আমরা এই বিষয়ে আপনার মতামত জানতে পারি।

এই নিবন্ধটি আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করুন  তাঁদের এই বিষয়ের জ্ঞান অর্জনে সহায়তা করার জন্য।

আমাদের fb page এ  follow করুন ও আমাদের সঙ্গে যুক্ত থাকুন।


1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম