Stylish হেডলাইন বানান খুবই সহজে | blogging tips in bangla

 

কিভাবে আপনি এই রকম হেডলাইন বানাবেন ?


উপরের হেডিং টা কি আপনার ভালো লেগেছে ? আপনি কি এই রকম হেডিং আপনার ব্লগপোস্টে ব্যবহার করতে চান ?
তাহলে আপনি একদম ঠিক জায়গায় আছেন। এইটা খুবই সহজে আপনি ব্যবহার করতে পারেন আপনার মনমতো ব্লগের যে কোনো জায়গায়, তা সে হেডিং বা সাব হেডিং যাই হোক না কেন। 

চলুন তবে ধাপে ধাপে শুরু করি ।

1. সবার প্রথমে আপনার blogger dashboard এ যান।



2. এইবার new post এ ক্লিক করুন 



3. এইবার যদি আপনার পোস্ট compose settings এ থাকে তবে html সেটা করে নিন। আগে থেকে যদি html থাকে তবে থাকতে দিন

4. নিচের কোড টি পুরো হুবহু কপি করুন
 <p>&nbsp;</p><h4 style="background-color: whitesmoke; border-bottom-color: initial; border-bottom-style: initial; border-image: initial; border-left-color: black; border-left-style: solid; border-radius: 25px; border-right-color: black ; border-right-style: solid; border-top-color: initial; border-top-style: initial; border-width: 0px 6px; box-shadow: rgba(23, 43, 99, 0.4) 0px 7px 28px; color: #222222; font-family: -apple-system, system-ui, BlinkMacSystemFont, &quot;Segoe UI&quot;, Helvetica, Arial, sans-serif, &quot;Apple Color Emoji&quot;, &quot;Segoe UI Emoji&quot;, &quot;Segoe UI Symbol&quot;; font-size: 22px; margin: 0px 0px 20px; padding: 15px; text-align: center;"><span style="border: 0px; margin: 0px; padding: 0px;"><span style="border: 0px; font-size: 14pt; margin: 0px; padding: 0px;">&nbsp;</span></span><span style="background-color: transparent; font-size: medium; text-align: justify;">fanfact.in</span>

5. পেস্ট করে দিন আপনার ব্লগপোস্টে।  আপনি যদি html এ লেখেন তবে অবশ্যই next line করে নেবেন।
আর আপনি নিচের মতো দেখতে পাবেন।


 

fanfact.in

6. কিন্তু এ কি আপনি তো আর এমন চান না , তাই একটু চেঞ্জ করতে হবে।
এইবার আপনি দেখুন কোডের মধ্যে border-right-color : black লেখা আছে এটা দিয়ে ডান দিকের বর্ডারের রঙ পরিবর্তন করতে পারবেন।  শুধু black মুছে যেকোনো রঙ অথবা কালার কোড দিলেই হলো। একই ভাবে border-left-color : black এর শুধু black মুছে যেকোনো রঙ অথবা কালার কোড লিখলেই রঙ বদলে যাবে। 
কিন্তু fanfact.in লেখা ? খুবই সহজ >fanfact.in< লেখাটি পরিবর্তন করলেই হয়ে যাবে। কিন্তু > এই ভাবে লিখতে হবে< মানে চিন্হ যেন কাটা না পরে যায় এইদিকে নজর দিতে হবে। আর তাছাড়া আপনি চাইলেই যেকোনো ভাবে চেঞ্জ করতে পারেন। যেমন front colour, front style alignment ইত্যাদি ইত্যাদি। 
পরিশেষে 

আরো যদি কোনো সহযোগিতা করতে পারি খুবই আনন্দিত হবো। তাই নিঃসঙ্কোচে কমেন্টস করবেন। এবং শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। 
আচ্ছা আপনার কি webwiki তে নিজের website নথিভুক্ত করা আছে ? নেই ? কোনো চিন্তা নেই পরবর্তী blogger tips আসছে " কিভাবে অরগানিক উপায়ে ওয়েবসাইট গুগলে রেঙ্ক করাবেন ? 30.08.2021 তারিখে। যেমন fanfact Google এ লিখলে তৃতীয় স্থানে আসছে। আমাদের লক্ষ প্রথম স্থান ।

এখন আপনি Follow করতে পারেন আমাদের ও পেতে পারেন বিভিন্ন ইন্টারেস্টিং ইনফরমেশন আপনার মেইল বক্সে।

ফলো করুন 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম