Subscribe us to get new update notificatin free subscribe now

জিমেইল একাউন্ট ডিলিট করার নিয়ম | ইমেইল একাউন্ট বন্ধ করার জন্য কি ক্লিক করতে হয় ?

 আপনার জিমেইল অ্যাকাউন্ট delete করুন।

 যদি আপনার  জিমেইল অ্যাকাউন্টের আর দরকার না থাকে তাহলে আপনি খুবই সহজে আপনার জিমেইল আইডি চিরতরে ডিলিট করতে পারবেন। তাও আপনার গুগল অ্যাকাউন্ট ডিলিট না করেই।


 

জানুন কিভাবেঃ

কি হবে যখন আপনি জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করবেন?

আপনি যখনই আপনার জিমেইল আইডি ডিলিট করবেন, আপনি আর জিমেইল অ্যাকাউন্ট অ্যক্সেস করতে পারবেন না। আর আপনার জিমেইলের সমস্ত ইমেইল, ইমেলের সেটিংস এবং জিমেল আইডি সবকিছু চিরতরে হারিয়ে যাবে।আপনি আর কখনোই কোনো ভাবে সেই সব তথ্য রিকভার করতে পারবেন না। কিন্তু আপনার গুগল অ্যাকাউন্ট যেমন ছিল তেমনই থাকবে। শুধুমাত্র আপনার জিমেইল সার্ভিস বন্ধ হয়ে যাবে। 

একটা পরামর্শ:

জিমেইল সার্ভিস বন্ধ করার আগে অবশ্যই আপনার সমস্ত তথ্য(data) ডাউনলোড করে নিন।

আপনি আর কখনোই আপনার জিমেইল অ্যাকাউন্ট অ্যক্সেস করতে পারবেন না তাই আমরা আপনাকে আপনার data download করে রাখার জন্য পরামর্শ দিচ্ছি। 

এইবার স্টেপগুলি খেয়াল করুনঃ

  1. প্রথমে myaccount.google.com এ যান। আপনার সামনে নিচের ছবির মতো একটা পেজ আসবে। 



2. এবার আপনি স্লাইডার থেকে data and personalization অপশনে ক্লিক করুন। 



3. এবার একটু নিচে স্ক্রল করুন এবং নিচের ছবির মত delete download and plan অপশন থেকে আমাদের পরামর্শ মতো অবশ্যই download your data তে ক্লিক করুন এবং ডেটা ডাউনলোড করে নিন।  তারপর delete a service or account থেকে delete service  এ ক্লিক করুন। 





4. আপনাকে আপনার পাসওয়ার্ড দিয়ে কনফ্রম করে ফেলুন। 

5. এই বার আপনি গুগলের যা যা পরিষেবা ব্যবহার করছেন তার সমস্ত লিস্ট চলে আসবে। ছবির মতো ।




6. আপনি জিমেইল এ ক্লিক করুন  এবং অন্য একটা ইমেল দিয়ে ভেরিফিকেশন করে নিন এবং আপনার জিমেইল আইডি ডিলিট হয়ে যাবে।


 তো এই ছয়টি স্টেপ ঠিকভাবে করতে পারলে আপনি অনায়াসেই আপনার জিমেইল আইডি ডিলিট করে ফেলতে পারবে খুব সহজেই।  তারপরেও যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো জায়গায় আটকে যান আমাদের অবশ্যই কমেন্টসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।  
এবং আপনার উপকারে আসলে অবশ্যই শেয়ার করবেন।

জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করার এই আর্টিকেল  সম্পর্কে আপনার অনুভূতি আমাদের কমেন্টে জানান? 

আপনার ইনবক্সে প্রতিদিনের নতুন নতুন বিষয়ে বিস্তারিত তথ্য মজাদার ফ্যাক্ট ও আরো অজানা তথ্য একেবারে বিনামূল্যে পেতে আমাদের বিনামূল্যের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন ।

৪টি মন্তব্য

  1. সুন্দর ভাবে বুঝিয়েছেন দাদা👍👍
  2. দাদা দয়া করে বলবেন logo কি করে চেঞ্জ করতে হয় ওয়েবসাইটে. https://Bongtec.blogspot.com
    1. মন্তব্য করে আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।
      আমরা আপনার ব্লগসাইট "thebongtec.blogspot.com" দেখেছি এবং তার logo কিভাবে পরিবর্তন করবেন অতি শীঘ্রই আমাদের pabitra.online পেজে আলাদা ভাবে পোস্ট করে আপনাকে জানানো হবে।
      অনেক ধন্যবাদ।
  3. www.bongtec.bolgspot.com